1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ❝৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৫❞  শনিবার রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬ শতাধিক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। রক্তদান আন্দোলনকে আরও সুসংগঠিত ও জনমুখী করার প্রত্যয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।  সংগঠনের পাঁচ বছরের পথচলা, সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মানবতার সেবায় রক্তদানের চর্চা আরও সম্প্রসারিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মিলনমেলায় রক্তদানে বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান, রক্তদানের গুরুত্ববিষয়ক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এসব আয়োজন ছিল দিনটি জুড়ে।  আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি জরুরি অবস্থায় অসংখ্য রোগীকে রক্ত সরবরাহে সহায়তা করেছে। ভবিষ্যতে রক্তদাতাদের একটি দেশব্যাপী নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও তারা জানান।

স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত উপস্থিতি এবং আন্তরিক অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি উৎসবের এক অনন্য পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা মানবসেবার মহান কাজে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট