বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাসে প্রথমবারের মতো ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন একজন নারী— ড. হালিদা হানুম আখতার। গত ৭ ডিসেম্বর স্বাস্থ্য বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ড. হালিদা হানুম আখতার একজন অভিজ্ঞ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মানবিক সেবামুখী নেতৃত্ব। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সদস্য, কর্মকর্তা থেকে শুরু করে মানবিক সেবার সঙ্গে জড়িত সংশ্লিষ্টগণ, এ নিয়োগকে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রক্রিয়ার এক ইতিবাচক মোড় পরিবর্তন হিসেবে দেখছেন। তাঁকে প্রথম নারী চেয়ারম্যান হিসেবেই নয়, বরং পরিবর্তন, সততা ও মানবিকতার প্রতীক বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর নেতৃত্বে রেড ক্রিসেন্টের প্রশাসন ও কার্যক্রমে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও সুশাসন আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি, সামাজিক কল্যাণ এবং যুব উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন চেয়ারম্যান হিসেবে ড. হালিদা হানুম আখতারের দায়িত্ব গ্রহণ সংগঠনের এ সমস্ত কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সেবামুখী করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।