প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ
দেশ মাটি মানুষ/ কামরুন নেসা লাভলী
এই মাটি আমার
এই মানুষ আমার
তবে কেন যুদ্ধ হে, বল কেন যুদ্ধ?
তোমার কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
মাটির সোঁদা গন্ধে এখন ও কি
পিশাচ --- পরাশক্তির
বুলেটের গন্ধ পাও?
রক্তের নেশায় মেতে ওঠা
সেই ৫২ এর একুশের স্বাদ নাও।
ইট পাথরে গড়া
নব্য ভিত্তির উপর আঘাত
সেই অতর্কিত বেদনা ঝরা
ধ্বংসের যজ্ঞ লীলায়
একাত্তরের দিনগুলোর কেন
সেই আবার মাতন খেলার মিলন
তবে কেন আজ?
এই রক্তের বন্যায় প্লাবিত হই
আমি তুমি সে ।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত