পরিযায়ী শ্রমিকেরা,ভিন দেশে পাড়ি,
খাদ্যের অভাবে ছোটে, পরিবারে আড়ি,
পরিযায়ী পাখি আসে, ঠাণ্ডা দেশ ছাড়ি,
সুদূর সাইবেরিয়া,থেকে দল ভারী।
কৃত্রিম অভাব সৃষ্টি, ফসল পাচারী,
গুদামে মজুত রেখে,লাভে অংশীদারি,
যে করে সে কারবার,এ কালোবাজারি,
ভেজাল মিশ্রিত দ্রব্য,প্রাণ নাশকারী।
দেশের সম্পদ লুঠে, নেতা ভেকধারী,
মদে মাতাল দপ্তর, শুল্কে আবগারি,
নেতা মন্ত্রী মদ খেয়ে, যায় গড়াগড়ি,
পরিযায়ী গৃহে ফিরে, আসে ঘাড়াঘাড়ি।
আইন শৃঙ্খলা রক্ষা, নেই চৌকিদারী,
সিভিক সেনা বাহিনী, কারফিউ জারি।
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।