গত ২৩ ডিসেম্বর, কবি আল মাহমুদ সেমিনার হল, বাংলা একাডেমি, ঢাকাতে বিজয় বাংলাদেশ সংস্কৃতি উৎসব ২০২৫ অনুষ্ঠানে উপস্থিত সকল কবি,লেখক, উপদেষ্টা, শিল্পী ও সংগঠক ভাই-বোন-বন্ধুদের জানাই
প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন এবং কৃতজ্ঞতা।
আপনাদের উপস্হিতিতে এ উৎসব সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন অধ্যাপক ড.নজরুল ইসলাম তামিজী,প্রধান আলোচক,কবি ও ৩ বাংলার প্রধান সালেম সুলেরী, প্রধান অতিথি, বিশ্বসেরা কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম, সভাপতিত্ব করেন কবি ও প্রাচ্যবাংলার উপদেষ্টা ইমরোজ সোহেল, বিশেষ অতিথি, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান, লেখক, সাপ্তাহিক দেশের ডাকের সম্পাদক,সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান, এটিএম মমতাজুল করিম, লেখক,অনুবাদক,বাংলা একাডেমির একান্ত সচিব,মো: আজিজুল হক,কবি ও সংগঠক নজরুল ইসলাম বাঙ্গালী, কবি ও প্রাচ্যবাংলার উপদেষ্টা সাঈদা আজিজ চৌধুরী, নেপাল থেকে আগত অতিথি ইউনি সাউথ এশিয়ান অর্গানাইজিং সেন্টার এর পরিচালক তিলক জং খাদকা,কবি ও উপদেষ্টা এম মনিরুল হক, সংগীত ও আবৃত্তি শিল্পী, ফেরদৌসী মালা। আরো উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী, রেনু আহমেদ, কবি ও উপদেষ্টা নাহিদ আফরোজ লিজা, প্রাচ্যবাংলার কেন্দ্রীয় কমিটির কবি বৃন্দের মধ্যে, কবি মুক্তা পারভীন, কবি, খায়রুননেসা রিমি, কবি মল্লিকা রহমান, কবি সুফিয়া ডেইজী,ঈদ্রিস আলি,কবি কাজী সালমা আক্তার, কবি খায়রুল আলম,কবি ডা: পীরজাদা,কবি মো: আবু তাহের কবি শাহজাহান মোহাম্মদ,কবি হুমায়ুন চিশতী, কামরুজ্জামান পলাশ,কবি রিনা পন্ডিত,কবি সুমাইয়া আক্তার,কবিরুহুল মাহবুব, কবি ইকবাল হোসেন, সংগীত শিল্পী সুমাইয়া রহমান,শিশু শিল্পী,রোশানি, অনন্যা,তাহিরা তাসিন,কানিজ মাহিয়া, প্রেরণ সহ আরো অনেকে।