প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অগনিত পথ/ নাসরিন ইসলাম
দেখো ঐ যে দূর বহুদূরে,
অগনিত পথ প্রাচীর জনপদ
বের হয় ফুঁড়ে ফুঁড়ে।
এই পথ ঐ পথ কোন পথে ধাই?
যে পথে এসেছি সেই পথ নাই,
কতজনে প্রশ্নে-উত্তর নাহি পাই
পথভ্রষ্ট পথিক খুঁজে খুঁজে যাই।
ওরা ছুঁটে ওদের মত "হে প্রভূ" এ
অধমের পথ কোথা?
মনে-প্রাণে যপতে যপতে তোমা
নাম, ছুটছি খুঁজে সেথা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত