কুয়াশা চারিদিকে, সকালের আকাশ;
হিমহিম ঝিরিঝিরি ভোরের বাতাস।
শিশির ঝিলমিল, যেন মুক্তোর আলো,
মিষ্টি রোদ পোহাতে তাই পাখিরা এলো।
সবুজ ঘাসেরা রূপকথার রতন,
ঠান্ডায় রোদ ছোঁয় মানুষের মতন।
প্রকৃতি সতেজ রয়, মায়াবী আবেশ;
খেজুরের সারি ভারী রসেদের দেশ।
সন্ধ্যায় শীত নামে ধোঁয়াশার মতন,
খাল-বিলের নীরবতা শান্ত তেমন।
শীত শুধু ঋতু নয়—রূপের আধার,
শান্ত সুন্দর মন, প্রকৃতির বাহার।