প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৪:৩৪ পূর্বাহ্ণ
কবিতা – স্বপ্ন আঁকি,কিন্তু! / আমির হোসেন চৌধুরী
স্বপ্ন আঁকি,কিন্তু!
আমির হোসেন চৌধুরী
মনে অনেক স্বপ্ন আঁকি
রঙিন স্বপ্ন -
লাল নীল সাদা কালো!
হরেক রংয়ের -
মনে হয় এই বুঝি হলো তা
চেয়েছি যা!
তবুও চিন্তা সমস্যার পথ
পিছু ছাড়ে না,
মনের মাঝে স্বপ্ন জাগে
মাঝে মাঝে আবার!
সম্ভাবনার দ্বারে উঁকি মারে
বারংবার সদীপ্তভরে
তাইতো -
স্বপ্ন ভেসে বেড়ায়।
স্বপ্নের রয়েছে যে ডানা
ভাসতে নেই মানা,
স্বপ্নের সাগরে ভাসতে সবার
ভালো লাগে,
তোমার আমার সবার
আমাদের যার যার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত