প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
কবিতা — স্মরণে আজ মনে পড়ে / আমির হোসেন চৌধুরী
স্মরণে আজ মনে পড়ে
আমির হোসেন চৌধুরী
স্মরণে আছো এ বুকের মাঝখানে
চলে গেছো দূর বহুদূর,
সে যে এক অজানা অচেনা মহাসমুদ্দুর
জানি আর কখনো আসবে না ফিরে
ডাকবে না সমাদরে পাশে বসবেও না।
আজ মনে পড়ছে সেই সব পুরনো
স্মৃতিমাখা দিনগুলো,
ক্ষণিক ক্ষণ পরপর মনটা
ভারাক্রান্ত হয়ে ওঠে
বসে পড়ছি নিরালয় একা আমি
শুধু কিংকর্তব্যবিমূঢ় হয়ে।
হায়রে জীবন! হায় পৃথিবী! এভাবেই বুঝি!
ছোট থেকে মানুষ বড় হয়,
সময় হলে আবার পরপারে চলে যায়
আমিও একদিন যাবো চলে !
তুমিও দিনগুলো ঠিক পার করে
ভালো-মন্দ মিলিয়ে
অবশেষে না বলে চলে গেলে।
কত কাছের! কত আত্মার বাঁধন!
ছিল দু'জনের,
ঐ যে একবার আমার জন্য
কি তুলকালাম কান্ডই না করলে
যে তখন!
তা আর কি ভোলা যায়?
ভেবে চোখের পানি গড়িয়ে পড়ে
বুকটা ভিজে যায়,
হৃদয়টা আজ আর আমার কোন
কাজই করবে না আমার
হয়তো আবার স্বাভাবিক হবো কখনো!
তবে ভাবি মন কে একটু দেই
এই যে সান্তনা,
সবাই তো যায় ঐ অজানায় অদৃশ্যে
আমাকেও যেতে হবে সেথায়।
নিজের জন্য করি কিছু সঞ্চয় তাই
আর বন্ধু তোমার জন্য-
মনের সকল দুঃখের আর্তনাদ, ভালোবাসা
দিলাম ভাসিয়ে সেখানে।
চাই তুমিও সুখে থাকো স্বর্গে
আমি হবো ওপারে তোমার সঙ্গী
একসাথে মিশবো দু'জনে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত