আর কত লাশ হলে
এই দেশে গণতন্ত্র জন্ম নেবে?
আর কত রক্তে ভিজলে মাটি
সাম্য মানবতা লেখা হবে সংবিধানের পাতায়?
আর কত মায়ের বুক খালি হলে
নেতানেত্রীদের ক্ষমতার ক্ষুধা মিটবে?
আমরা মানুষ, মানুষকে যে ভাবে হত্যা করি
কোনো পশু তার স্বজাতিকে
এভাবে হত্যা করে না।
মানুষই একমাত্র প্রাণী
যে আদর্শের নামে
মানুষ খুন করে।
আমরা আর লাশ দেখতে চাই না।
রাজনীতির পাদপ্রদীপের প্রশাসন চাই না।
আমরা চাই সহিংসতার ন্যায় বিচার,
আমরা চাই নিরাপত্তার অধিকার।
বলুন,
আর কত লাশ হলে
আমরা মানুষ হব?