পুরাতন বছরের হলো বিদায়
নতুন বছরকে স্বাগ
তম জানাই।
যুদ্ধ হানাহানি বন্ধ হোক
ভালোবাসা প্রীতির ছোয়া আসুক।
মনে নতুন স্বপ্নরা ভাসুক।।
নিঃশ্বাসের বিশ্বাস নেই
সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখি তাই
যত্নে রত্ন মিলে ভাই
সৎ চরিত্রের চেয়ে বড় আর কিছু নাই
সবুজ গাছে প্রজাপতির হাসি
আমরা সবাই অনেক ভালোবাসি
দেশকে ভালোবেসে আমরা
থাকব মোরা পাশাপাশি
পুরাতন বছরের বিদায় হলো
নতুন বছরের শুভকামনা রইলো
রঙ্গীন আতশবাজিতে আকাশ রাঙালো।