
গানে ভুবন ভরিয়ে দেবে
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
পি,এইচ, ডি সঙ্গীতে, ডক্টরেট ডিগ্রি,
মাধ্যমিক পাশে মেলে, টাকার ব্যাপার,
মাষ্টার ডিগ্রি ফালতু,চোরা কারবার,
যে যা চাবেন পাবেন,অতিশয় শিঘ্রী?
মিলবে সভার মাঠে,আচার্যের পদ,
বিশ্ববিদ্যালয় ছাড়া,নাম গোত্র হীন,
বিন্তি তুরুপের তাসে,পায় অর্বাচীন,
চলার গতি উদ্ভট, ভাবে গদগদ।
অহঙ্কারে পরিপূর্ণ, সেরা মাতব্বর,
ধরাকেই সরা জ্ঞান, বুদ্ধি মতিভ্রম,
চিচিং ফাঁক ভেতরটা, মৃত্যু ভয় যম,
ক্যামেরা চাই পেছনে,নইলে থাপ্পড়।
পূঁজি কানা বেনে চাষে,পাত্র উপহাস,
কানকাটা বেহায়ার, হবে বনবাস।