আসুন সবাই শপথ করি
হিংসা বিদ্বেষ ভুলে
মনের দুয়ার খুলে
উপড়ে ফেলি শিকড় তাদের
যারা ধ্বংসের মূলে।
যারা দেশের চায় না ভালো
আঁটে মনে ফন্দি
নয় তো কোনো সন্ধি
খুঁজে খুঁজে তাদের ধরে
জেলে করি বন্দি।
যাদের মুখে মিষ্টি কথা
মনটা ভরা বিষে
জাগাই তাদের দিশে
তাদের পিষি পাটা-পুতায়
মরিচ যেমন পিষে।
দেশটা গড়তে শান্তির জন্য
পুড়িয়ে মনের জেদ
ভুলে সব ভেদাভেদ
মিটিয়ে ফেলি সবার সাথে
সহিংসতার বিভেদ।