
ফেব্রুয়ারি মানে আলোর মিছিল,
মনে পড়ে বৃষ্টির রক্তিম ধরাতল।
ফেব্রুয়ারি মানে মাতৃভাষা—
স্বাধীন বর্ণমালা, সংগ্রামী রূপকথা।
ফেব্রুয়ারি মানে স্বদেশপ্রেমের গান,
ভাষার জন্য যারা দিয়েছিল প্রাণ।
শেষ হবার নয় তাদের অবদান—
তাই তো এত প্রতিকূলতার পরও এসেছে সুদিন।
ফেব্রুয়ারি মানে পরাধীনতামুক্ত
সংগ্রামী গতিপথ,
ঝলমলে তারা-গ্যালাক্সির ছায়াপথ।
সূর্যালোকের বিকিরণ, দীপ্ত স্বাধীনতা—
লিখতে পারা বাংলায় কবিতা।
অবিনাশী, দুরন্ত সবিতা—
ফেব্রুয়ারি মানে
পরম বিস্ময়, স্বাধীনভাবে থাকার আশ্রয়।
বিজয়ের সূচনা, সাফল্যের স্রোতধারা,
অবাক চেয়ে মুগ্ধ চরাচর।
শহীদের রক্ত থেকেই
বাংলা ভাষা স্বীকৃতি পেল,
স্বাধীন বাংলার জন্ম হলো।