
ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬—
জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও ‘জননীর জন্য’ শীর্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি, বাংলাদেশ-এর যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন—প্রধান সমন্বয়কারী, ‘জননীর জন্য’ পদযাত্রা প্রকল্প এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হালিদা হানুম আখতার, চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক সারিয়া তাসনিম, চেয়ারপারসন, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক সাবেরা খাতুন—সভাপতি, গাইনাকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ; ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কমিউনিটি অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং ড. সৈয়দ হুমায়ুন কবির—ক্যান্সার গবেষক, লেখক ও প্রতিষ্ঠাতা, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ; ট্রাস্টি, কমিউনিটি অনকোলজি সেন্টার।
বক্তারা জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, নিয়মিত স্ক্রিনিং, টিকাদান এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সময়মতো পরীক্ষা ও সচেতনতা বাড়লে এ ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব।
আলোচনা সভা শেষে ‘জননীর জন্য’ পদযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তা গিয়ে সমাপ্ত হয়। পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতার আহ্বান জানান।