
যত দূরে যাও বন্ধুরে চোখের জলে মুছে পায়ের দাগ
আমি যাই গো তোমার পিছে,
এযে আমার প্রেমের অনুরাগ
চোখের জলে মুছে পায়ের দাগ //
মন্দির মসজিদ গির্জা বলো এবাদতের ঘর
তোমারে বানাইছে যে জন সে কি আমার পর,
তোমার বুকে হয় যদি গো ব্রম্মা দেবের বাস,
আমার জায়গা হয় না কেন,
আমার বেলায় কেন এতো রাগ,
চোখের জলে মুছে পায়ের দাগ //
আমারে বিলিয়ে দিছি তোমার চরণে
এপার বলো ওপার বলো, জীবন মরণে,
আমার যতো এবাততে তোমারেই চাওয়া
মারো, কাটো, পোড়াও, ভাসাও,
করবো না তো আমি কোন রাগ,
চোখের জলে মুছে পায়ের দাগ //