"পৌষ পার্বণ"
অরবিন্দ সরকার
বহরমপুর মুর্শিদাবাদ।
আতপ চালের গুঁড়া, দিয়ে আলপনা,
পৌষ পার্বণ উৎসব, লক্ষ্মী আরাধনা,
রাত্রি জাগরণ পর্বে, চলে ধূপ ধুনা,
পৌষ মাসের সংক্রান্তি, শ্বেতা আনাগোনা।
বাঙালির পিঠে পুলি, সুপরিকল্পনা,
পায়েস নলেন গুড়ে,তৃপ্তি ষোলো আনা,
নারকেল কোড়া,চাঁছি, দিয়ে দ্রব্য দানা,
হরেক রকম পদে, বন্দোবস্ত খানা।
পাটিসাপটা,চিতই, ভাপা,পুলি ছানা,
ক্ষীরপুলি, মালপোয়া, তিলে নারু বানা,
পাকন,নকসী,চুই,ধনীর পো সোনা,
স্বপ্ন দেখে অর্থ বিনে,গরীবের পোনা।
নাম না জানা হরেক, পিঠের আস্তানা,
বঙ্গের প্রেম পিরীতি, নতুন ভাবনা।