নকশীকাঁথার রাজকন্যা
কলমে নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট, শরীয়তপুর।
নকশীকাঁথার রাজকন্যা,
কোথায় তোমার বাড়ি?
যেথায় রোদ আসমান,
সেথায় ভাড়া বাড়ি।
কুয়াশা-ভেজা ভোরে,
মাটির গন্ধ ঘোরে।
সূর্য ওঠে হাসতে হাসতে,
ধানক্ষেতে আলো পড়ে।
নদীর পারে খেলাঘর,
জলের সাথে গল্প।
পাল তোলা নৌকা দেখে,
স্বপ্ন ভাসে ঢেউয়ের পরে।
মাটির উঠোন, খড়ের চাল,
দুয়ারে শিউলি, কদম ডাল।
মায়ের আঁচলে ঘাম ঝরে,
বনে বনে সুখের পাল।
নকশীকাঁথায় সেলাই গাঁথা,
কথার ভেতর জীবনের ব্যথা।
রঙে রঙে হাসি-কান্না,
ভরসার গান, আশা কথা।
রোদ পড়ে আঙিনাতে,
আকাশ নামে চোখের পাতায়।
অল্পতেই সুখ খুঁজে নেই,
এই তো বাড়ি—মন যে চায়।
নকশীকাঁথার রাজকন্যা,
কোথায় তোমার বাড়ি?
যেথায় মানুষ মানুষ হয়,
সেথায় আমার বাড়ি।