যাদের জীবন সহজ সরল
কথাবার্তা নরম
চোখে থাকে শরম
তাদের উপর স্বার্থনেষি
চক্ষু করে গরম।
লুটেপুটে দেশটা খেয়ে
গরম দেখায় পেশির
পা চাটে ভিনদেশীর
হাজার জুতাপেটাতেও
নিচু হয় না শির।
হাত বদলে নির্লজ্জরা
দেশটাকে জ্বালিয়ে
যায় বিদেশ পালিয়ে
মিরজাফরের চেলা পেলা
সন্ত্রাসী যায় চালিয়ে।
জাগো সকল বিপ্লবীরা
কাস্তে নিয়ে হাতে
হানো আঘাত আতে
ফ্যাসিবাদী কূটকৌশলে
আর যেনো না মাতে।