ভালবাসার বজ্র আঘাত যখন হানিবে বক্ষে,
ধ্বনিয়া উঠিবে তূর্যধ্বনি তোমার চোখের অলক্ষ্যে।
কম্পিত হবে হৃদয় তোমার সঞ্চারিত হবে মন,
খুলিবে তোমার লৌহ -কপাট আমি করিব বিচরণ।
অন্তর তোমার সিক্ত হবে উত্তাল প্রেমের তরঙ্গে,
প্রান্তর আমার মুক্ত রবে মাতাল সুরের সঙ্গে।
উন্মাদ হয়ে আসবে তুমি থাকবে আকুল চিত্ত,
কৃষ্ণকালো গোলাপেতেই হবে বিপুল বিমুগ্ধ।
প্রতিজ্ঞা করিবে ধরিয়া হস্ত থাকিবে আমরণ
ভুলে যাব না কখনো এ ভালবাসার শিহরণ।