প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
আহা মনোবাঞ্ছা / নাসরিন ইসলাম
সত্যি! কত কিছু আছে যে ওৎ পেতে
পরম মমত্বের ছোঁয়া সুদূর গগন তে,
কেউ নাক- চোখ কারো খোলা কান
ষষ্ঠ রিপুর তাড়নায় জিভে চলে শাণ।
জিভে শাণ দিতে দিতে যায় যায় প্রাণ
তবুও নতুনত্বে ধরে চলে যতনের তান,
এই পথ ঐ পথ সহস্র মরু-পথ ধাই
না পেলে পরে কেঁদে নির্মূল বনে যাই!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত