দহনের দিনশেষে তোমাকেই চাই পাশে,
আদিপ্রেম জাগে প্রাগৈতিহাসিক হরপ্পা-নারী।
শেষবেলা এসে বললে হেসে—আমি সেই নর,
বেদভূমির আশপাশ কোথাও আমাদের ঘর।
দুই হাতে আগুনের গোলা, রাগান্বিত ঈশ্বর,
মিথ্যা প্রতারণা নিমেষেই ছাই—সব আঁধার।
ঘাতক, পাতক, বীভৎস পোড়া মুখ,
বজ্রবিদ্যুৎ ঝলকে ঝলসে লাল দুটি চোখ।
জটাজাল ছিঁড়ে আমি সেই হরপ্পার নারী,
পরেছি দেখো লাল পাড় বাসন্তী শাড়ি।
খোঁপায় রক্তলাল জবা, সাথে একটি কুঁড়ি,
বসন্ত জানালায় আমি সেই অনাঘ্রাত নারী।
বুকের জমাট বরফ ভেঙে কবোৎষ্ণ প্রেম,
অকর্ষিত নরম মৃত্তিকায় নিকষিত হেম।