বন্ধু,
বন্ধু কে?
যার সঙ্গে কথা বললে মন শান্ত হয়!
বন্ধু সে, যার উপস্থিতি আনন্দ তৈরি করে
বন্ধু, তর্কে জিততে মরিয়া হয় না
দুর্বল প্রসঙ্গ টেনে আনে না,
বন্ধু, হাসতে পারে
বন্ধু, কথা বলে এবং শোনে
বকবকবকবকবক করে না।
(সরকার আমিন
পরিচালক সংস্কৃতি বিভাগ
বাংলা একাডেমি )