1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

❣️দাম্পত্য জীবন❣️ — কাজী ছাব্বীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

❣️দাম্পত্য জীবন❣️
— কাজী ছাব্বীর

বিধাতার লেখন করিও অনুসরণ,
দুটি মনের সংমিশ্রণ প্রকৃতির দর্শন।

দুটি আত্নার মিলন, আত্নায়
আত্নার বন্ধন,
চিত্তের স্পন্দন সুস্পষ্ট পবিত্র বন্ধন,
শরীয়তের নিদর্শণে গড়ে তোলা দাম্পত্য জীবন।

একে অপরের সঙ্গি, জীবনে জীবন বন্দী,
কাগজ কলমে লিখন করে মূল্য সংযোজন।

অবস্থার দৃষ্টিতে হয় দেনমোহর,
বাসর রাতে করিবে শোধ,
মেলবে জিবনের সুখ।
জীবনে জীবন সমর্পণ
বিনিময়ে প্রেম নির্মল।

ভাব কাম পরিপূর্ণ
ভালোবাসায় উৎসর্গ,
অসীম প্রেম ভালোবাসা
হৃদে আশা বাঁধে বাসা।

আশা আকাঙ্ক্ষা নিরুপণ,
চিত্তে নতুন সূর্য উদয়ন।

বাস্তবে সত্য বিশ্বাস বস্তুনিষ্ঠ,
হৃদে গুজারিলে সন্দেহ প্রবন,
দূরুহ আচরণ জীবন অতিষ্ঠ।
চুর্ণ-বিচুর্ণ মস্তিষ্ক
ভেস্তে যায় সংসার-ধর্ম।

শুরু হয় কলহ
সোহাগীনির দ্বন্দ্ব,
মনে-মনে মনোমালিন্য
ঝগড়াঝাটি অবতীর্ণ।

সম্পর্কে টানাপোড়ন তুচ্ছ- তাচ্ছিল্য,
মধুর সম্পর্ক হয়ে যায় বিচ্ছিন্ন।

শুভবুদ্ধির উদয়ন ঝঞ্জাট এড়িয়ে চলন,
সামঞ্জস্যতায় মধু আহরণ,
ফ্যাসাদ দূরিকরণ সম্পর্কে অটুট বন্ধন।

ধর্মীয় গ্রন্থে সুস্পষ্ট নিদর্শন,
দাম্পত্য জীবন ছিন্ন করিতে বারণ,
যদি না থাকে অমূলক কারণ,

স্বামী স্ত্রী’র প্রাপ্তি,
পরকালের মুক্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট