জীবনের পথে
কবি-মুসাফির-৷৷ / ঢাকা
এই বিশ্ব ভুবনে চলার পথে
উঠতে বসতে হাঁটতে,
কত মানুষের সাথে হয় দেখা!
হয় পরিচয় হয় কিছু কথা
কিছু ভালো কিছু মন্দ!
চলে সব প্রকৃতির-
নিয়মে।
এসব, সবাই আবার
একে একে-
পাশ থেকে যায় যে চলে!
আবার কারো না কারো আগমন
আসবেই স্বাভাবিকভাবে!
আসবে তারা থাকবে পাশে
বসবে হৃদয়ের মাঝে,
চলবে আগের মত-
না হয়!
নতুন হয়ে একসাথে।