ভোরের গান
আকবর হোসেন
ভোরের হাওয়ায় জেগে উঠে
চোখ মেলে দেখি আলো
সুর্যের সাথে পথ চলি আমি
ভাঙি অন্ধকার কালো
রোদ্দুরে ভেজা সকালগুলো
বলে যায় এক গল্প
আলো মানেই সাহসিকতা
আলো মানেই স্বপ্ন
পথে পথে ক্লান্তি এলেও
পিছু টানে না ভয়
সুর্যের মত জ্বলতে শিখি
জীবনেরই প্রত্যয়
দিগন্ত জয় করার নেশায়
হাঁটি নির্ভয়ে আমি
সুর্যের সাথে পথ চলাটা
হয়েছে আজ বাঁচার ভূমি।