1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীর হাতে আর্থিক সহায়তায় ডা.ওয়াদুদ চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

গত ঢাকা-৫ জুলাই ২০২৫ তারিখে  জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন এনআইসিভিডি পরিচালক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)-এ জন্মগত হৃদরোগে আক্রান্ত এক রোগীর অভিভাবকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।চেক হস্তান্তরের সময় অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “এই অর্থ রোগীর চিকিৎসায় ব্যয় করার জন্য দেওয়া হয়েছে, যা সরকারের পক্ষ থেকে প্রদত্ত। তাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রাপ্য সরকারই।”

তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পাঁচশত জন্মগত হৃদরোগীর জন্য অত্র হাসপাতালে আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ২০১৯ (সংশোধিত) অনুযায়ী আবেদনকৃত আবেদনসমূহ যাচাই-বাছাই করে শতভাগ অনুদান প্রদান করা হয়েছে। এটি একটি সময়োপযোগী এবং মানবিক উদ্যোগ, যা আর্থিকভাবে অসচ্ছল রোগীদের মাঝে নতুন আশার সঞ্চার করে।”তিনি এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “শুধু পেশাগত দায়বদ্ধতা নয়, মানবিক মূল্যবোধ থেকেই আমাদের এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়া উচিত।”

উল্লেখ্য, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় ‘রোগী কল্যাণ সমিতি’র মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের বিভিন্ন সময়ে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, তাহলে অসহায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করা আরও সহজ হবে।”

সংবাদদাতা – হাসান মাহমুদ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট