1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

অভিসার / – মোঃ হাসান মাহমুদ (হাসান)

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

অভিসার
– মোঃ হাসান মাহমুদ (হাসান)

প্রিয়া—
আজ এ অভিসারে –
কোনো অভিযোগ নয়
অভিলাষী কথা কও।

অভিমানে নিরব থেকো না আর
নির্জনতা ভেঙে
মুখরতায় ভরে উঠুক
ভালোবাসার গান গাও।

প্রিয়া—
আড়ালে হারালে
চন্দ্রগ্রহণ হবে
আঁধারে ডুবিবে চাঁদ।

বাতায়নে বিছাও কেশ
হাওয়ায় দুলুক এলোচুল
কামনার রং লেগে
তোমারে লাগছে বেশ।

প্রিয়া—
অভিমান ছেড়ে
আমার হাত তুমি ধরো
হাতে রেখে হাত ভালোবাস, চিরকাল থাক।

থেকো না আনমনে আর
আঁখি তোলো
নয়নের জলে ভেসে যাব আমি
যদি হয় আঁখি ছলছল।

পেলব প্রেমের নেশায়
বাড়ছে আজ তৃষ্ণা
চাতকের পিপাসা মিটাও
চাই ভালোবাসা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট