কতশত কথার চর জেগে আছে মনে
ইচ্ছে হয়নি বলতে তা কোথা,
অবশেষে বলতে কিছু হালকা হলো
করোটির কোটর মনোভূম’র ব্যথা !
বুক-পাঁজর সজোরে খামচে ধরছিলো কেউ
নতবা উহুদ পাহাড় বসছিলো অস্তিত্বে চেঁপে,
কালক্ষণে CO2’র চললো সাঁড়াশী অভিযান
শ্বাস-প্রশ্বাস’র টানাপোড়েন আত্মার ঝোপে।