প্রাচীর ভাঙ্গা যুবরা
অথই নূরুল আমিন
এই তো সেদিন তারা গর্জে উঠল
সারা শাহবাগের রাস্তাটা ভরে গেলো,
সব যুবদের মাথায় দেখি পতাকা
সহস্রাধিক, চাকরির নামে বেকার থাকা।
সব যুবরাই ঐক্যবদ্ধ, লাগবে তাদের কর্ম
সরকার তো দুর্নীতিবাজ, মানে না ধর্ম,
তাই তো সরকার করছে তালবাহানা
না। না। না। যুবরা আর তা মানবে না।
দেশের সব যুবদের দাবি, কোটা প্রথা বাতিল
সরকারের চেলা চামচারা হচ্ছে না শিথিল,
হামলা- মামলা, দমন -পীড়ন চলছে অবিরাম
না। তা কি আর হয়? যুবরা যে সব ক্ষুদিরাম।
অবশেষে বিজয় এলো সব যুবদের পক্ষে
বিশ্ববাসী দেখল চেয়ে মিডিয়ায় স্বচক্ষে,
আজকে তারা মন খুশিতে সেই মধুর ক্যান্টিনে
মারছে আড্ডা, জমছে গল্প, আপন আপন মনে।