1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

তোমার তপস্যার তুমি/নাসরিন ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

তোমার তপস্যার তুমি/নাসরিন ইসলাম

আসবো না ফিরে, না আসবো না
হারিয়ে যাবো ভেবেছি বহুবার,
তোমা হতে দূর-বহদূর চলে যাই যাই
করেও হয়নি যাওয়া আর!

ইচ্ছে হলেও উপায়’র উপর করছিলো
ভর, অনিচ্ছার ঘর,
কখনও বা; উপায় হলেও
ইচ্ছে প্রান্তর কাঁপছিলো থরথর।

এমন করে করে, আরবার ফিরে আসি
মমত্বের নগরীতে রই পড়ে —-
রাগ হয়,
আবেগ-বিবেক কম্পনে বসে নড়েচড়ে।
তবুও;
অহোরাত্র তুমিময় কেন্দ্র তে চলে ঘূর্ণন।

ক্ষোভ-অভিমানে তছনছ হৃদপিণ্ড,
নেই নিস্তার চিন্তাশক্তিরও।
কালা-অন্ধ বোবা ট্যানেলে
যুগযুগ ধরে ;
নিথর-থিতু হয়েই করি পার,
শত সাধনায় সযতনে আষ্টেপৃষ্টে লেপটে
থাকা মমত্ব’র জগৎ-সংসার!

দূর হতে বহুদূরে নীরবে নিভৃতে
দূরবীক্ষণ যন্ত্রে শুধুই চেয়ে থাকো,
মন চায় না বুঝি? আদৌ জানতে—-

“হে পৃথিবী”
কেমন আছে তোমার তপস্যার তুমি?
ক্ষণে বিরহে উসখুস,
মহানন্দে খলবল করে ওঠা ” এ মনোভূমি”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট