
আমার পেয়ারে রাসূল
নাসরিন ইসলাম
ধূ-ধূ ধূসর খাঁ খাঁ মরু-প্রান্তরে ফুঁটেছিলো
প্রভূ’র মহিমান্বিত এক ফুল,
সেই রূপ ঘ্রাণে জগৎ সংসার মাতোয়ারা
মহানন্দে ভাসিলো বাগিচার বুলবুল।
ফুঁটেছিলো সেই ফুল যখন ঐ মরুর বুকে
বিশ্বব্রহ্মাণ্ডে খুশবু ছুটিলো এক মহাসুখে!
পরম পরশে তার বর্বর মোশরেক জালেম
পলকেই হতে চললো পীর দরবেশ আলেম।
তার জন্য নয় আর জ্যান্ত কবর জুলুমবাজি
মহান প্রভূ কে সবাই জনম উৎসর্গ তে রাজী,
আরবের পাথর ফুঁড়ে বেরুলো স্বর্গীয় সেই ফুল
শ্রবনে গগন-জমিন খোদা তে রইলো মশগুল!
যে ফুলের পাপড়ি জুড়ে শুধু-ই বয়েছিলো
তুর’র নূরের ঝলক!
আমার পেয়ারে রাসূল (সাঃ) রূপ দর্শনে
নয়নে পড়েনি তো পলক।
Like this:
Like Loading...
Related