আমার সন্ধ্যাতারা তুমি
কবি – আমির হোসেন চৌধুরী
তুমি আমার নীল আকাশের নীলাঞ্জনা নভোমন্ডলের ধ্রুবতারা তুমি,
জ্বলতে থাকো নিরবধি
অন্তরীক্ষে আমার
তুমি আমার ভালোবাসার
রজনীগন্ধা। –ছেলে)
আর তুমি আমার-! আমার হৃদয় মাঝারে-
জ্বলতে থাকা সন্ধ্যাপ্রদীপ,
নিভে গেলেই আধার কালো –
কোথায় নদী! কোথায় উঁচু! কোথায় নিচু! কোথায় যে ভাঙা রাস্তা!
তা আর পারবো না বুঝতে আমি! —-(মেয়ে)
ভালোবাসার অষ্ট প্রহরে তোমার চুলে-
বেনি খুলে করে দেবো,
খোঁপা এলোচুলে
হরেক রঙের গোলাপ গুঁজে দেবো তাতে
না বিধিয়ে একটিও কাঁটা,
তুমি আমার রাজ সিংহাসনের
মুকুটখাড়া৷ ——(ছেলে)
তুমি আমার! আমার চেয়েও দামি তুমি –
অস্তিত্বে তুমি —
ভাবি না আমি অন্য কিছু তাই-
আমার আকাশের তারকা পুঞ্জের
সন্ধ্যাতারা- তোমাকে ছাড়া —
যদি তুমি পৃথিবী ছেড়ে চলে যাও- আকস্মিকভাবে!
কখনো যদি তোমার খারাপ পরিণতি হয়!
পারবে না কেউ ঠেকাতে আমায়।…..( মেয়ে)
তুমি আমার মেঘলা আকাশ-
আকাশে ভাসো,
ভারী হলে ঝড়বে বৃষ্টি –
ঝড়ো বাতাসে ভেসে যাবে,
আবার স্বচ্ছ নীল আকাশে ফুটবে হাসি
নিলাঞ্জনা তোমাকে খুব ভালোবাসি।….. ছেলে)
আমি তোমার প্রেম প্রেয়সি প্রিয়তমা –
সুচিত্রা সেন,
আটলান্টিক মহাসাগরের গভীরে যত পানি!
তার চেয়েও অধিক ভালোবাসি তোমাকে আমি!
তোমার ভালবাসায় সিক্ত হয়ে-
রেখে দিলাম,
আমার এই জীবন বাজি।….মেয়ে)