নয় কো প্রভূ’র দান
নাসরিন ইসলাম
যেথায় এসে সমাপ্তি হলো মমত্ব প্রেম,
নিথর নিস্প্রভ নিঁকশ শীতল শরীর,
তবুও তুমিময় বলয়ের তরে জ্বলে পুড়ে
চলে নিরন্তর অধমের ভিতর-বাহির।
ঝাপটে ধরেছি তনু লেপটে রয়েছে মন
তোড়জোড় বর্ষন’র অবিরাম ঘোর,
গগন ফুঁড়ে পরছে জল ছলাৎ ছলাৎ ছল
মিলনের মোহনায় ছুটলো গোগ্রাসী তোড়।
তনুমন সব ছুঁয়েও যেনো হয়নি কিছু ছোঁয়া
গগন-ভুতল ফুঁড়ে ফুঁড়ে ধাইছে পিছু ধোঁয়া,
তমাশাচ্ছন্ন ঘিরে আছে দেখছি না যে কিছু
অন্ধ বনে গেলাম চলে, প্রাচীন জনপদ’র পিছু।
নায়াগ্রা বলে ভয় পেয়ো না, আছিতো তোমার সাথ
বৃষ্টি ঝড়-ঝঞ্ঝা দর্শনে, হবে না শংকায় কুপোকাত!
বাহানা খুঁজে মরে যে জন, সে নয় কো প্রভূ’র দান
গগন বিদারী আর্তনাদে বিন্দু গলে না তাদের প্রাণ।