মানুষের মুখোশ
উর্মি জাহান অনামিকা
মানুষের মুখে যত হাসি দেখি,
সবই কি সত্যি?—এই প্রশ্ন রেখি।
ভালোবাসার নামে চলে প্রতারণা,
হৃদয়ের গভীরে জমে অভিমান।
বন্ধুত্বের নামে চলে স্বার্থের খেলা,
মুখোশে ঢেকে রাখে কত মেলা।
মিষ্টি কথার আড়ালে থাকে বিষ,
কে জানে কার মনে কোন দুঃখ-দিশ।
হাজারো রঙে সাজে এই জীবন,
হাসির আড়ালে থাকে কান্নার মন।
ভালোবাসা খুঁজি, পাই প্রতারণা,
স্বপ্নের বুকে জমে যায় হাহাকার জানা।
তবু কিছু মুখে থাকে সত্যের আলো,
সেখানে পাই আমি শান্তির ভাল।
যে মুখোশ খুলে হৃদয় দেয় দান,
তারাই তো মানুষ, তারাই প্রাণ।