যাক চলে দিন!
আমির হোসেন চৌধুরী
একটু খানিক চাইলে ভালো দেখি-
হয়ে যাই তা সব খারাপ!
তার চেয়ে তাই- ভালো যে হয়
কিছু ভালো না চাওয়ায়।
যেদিন যাচ্ছে চলে সেদিন বুঝি ভালো!
তাই মনে হয়, আসলে?
কিন্তু, কি?
বুঝি না কিছু আজো আমি
তাই এভাবেই থাকি রয়ে!
যেমন যাচ্ছে যে দিন যেভাবে বয়ে
তাকে তেমনই যেতে দেই,
হয়তো এটাই ভালো আমার
আজ ও আগামীর জন্য।