ক্ষমতার বাহাদুরি
জনি সিদ্দিক
ক্ষমতার বাহাদুরি
করো তুমি ভোট চুরি,
ঘাড়ে রেখে চাপাতি
সরু গলি কাঁপাতি।
মানুষ নাকি পশুরে তুই বন্য
টাকার লোভে দিকহারা জঘন্য,
অসহায় জনে তুই করলি ছিনতাই
অভিশপ্ত মানুষ-
তোর কোনো দ্বীন নাই।
লোভের বশে করিস কত প্রানহানী
তোর কাছেতো নিমের তিতা পাক বাণী।
তুই তো কেবল ময়লা এক
দয়াবিহীন তোর বিবেক!
হালাল পথে আয় করে
সফলভাবে যায় ভরে
দুই জাহানি সুখে,
হকের টাকায় ভরবি থালা
মহান রবের তসবি মালা
জপবি ওই মুখে।।