
হে অনাদি
সাঈদা আজিজ চৌধুরী
অনেক কথা বলেছো সেদিন
চুপিসারে প্রেম অনাদি
জল নীরবতায় নির্মল নদী
কৃষ্ণচূড়া পলাশ,রঙের আকাশ—
পাষাণ প্রণয় অরণির আগুন
পারিনি ডিঙাতে প্রাচীর,দাহনের তপ্ত জল
প্যাপিরাসে লেখা ভালোবাসার সাম্রাজ্য
আবিষ্ট মোহজালে বিমূর্ত রহস্য।
টলটল চোখের জলে আমাকেই দেখেছি
আজও ফোটে নীলকমল হে অনাদি
তোমার সুগন্ধি ঢেউ,অশান্ত দুন্দুভি
জোছনার সাথে অদৃশ্যে মিলায়।
বুকের আওয়াজ ঝড়ের বাতাস
চোখে চোখ রাখে মেঘলা আকাশ
নদীর পাড়,নীল পাহাড় তেমনি আছে
নদীজলে জলছাপ তোমার আমার—
সুগন্ধ বুকে তন্ন তন্ন করে বাতাসের ভরে
তোমাকেই খুঁজি,মেঘ কেড়ে নেয় বৃষ্টি
শত শত আলোকবর্ষ হয়ে যায় পার
না-থাকার ভেতর সবটা জুড়ে হে অনাদি।
Like this:
Like Loading...
Related