
দিনে দিনে বাড়ছে বয়স
কাটছে গুনে দিন
পেরিয়ে যাচ্ছে বছর খানেক
বেড়ে যাচ্ছে সময়ের ঋণ।।
অনেক অনেক ব্যথা জমে
থাকছে পরে মনের কোনে,
হাট-বাজারে ঘরে বাইরে
নেই কোন তার হিসেব নিকাশ
যাচ্ছে কেটে জীবন আপনি
হচ্ছে না আর ছুটিখানি।
সংসারে তাই সং সেজে মানুষ
করছে অভিনয়
সময়ের মূল্য দিতে
ছুটছে বেগে হাওয়ায়।
বয়সের ভার বইতে
নানান কিছু হয় সইতে
যারা থাকে সম্মুখে
তারাই জিতে জীবনের গল্পে।