
৮ ডিসেম্বর ২০২৫ তারিখে নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশের তরুণ নেতৃত্বনির্ভর সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান ওএবি ফাউন্ডেশন অর্জন করল এক গৌরবময় আন্তর্জাতিক স্বীকৃতি। VSO এবং UK International Development কর্তৃক প্রদত্ত Youth Climate Small Grant Award 2025 এ ঢাকা বিভাগে বিজয়ী হয়েছে সংগঠনটি। ফাউন্ডেশনের পুরস্কৃত প্রকল্প “হলোগার্ডেন ঢাকা: বাংলাদেশের প্রথম হোলোগ্রাম ভিত্তিক জলবায়ু শিক্ষা ইনস্টলেশন” দেশের জলবায়ু শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী উদ্ভাবন হিসেবে বিবেচিত হচ্ছে। উন্নত হোলোগ্রাম প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে আধুনিক, আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ শেখার সুযোগ তৈরি করবে এই ইনস্টলেশন।
২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ওএবি ফাউন্ডেশন সারা দেশে জলবায়ু পরিবর্তন, নারী ও শিশু অধিকার, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সংগঠনের মূল ট্যাগলাইন “For a Just, Green, and Sustainable Bangladesh.” তরুণদের নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে ওএবি ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।