
পৃথিবী রক্ষা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে “জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫” শীর্ষক একটি আন্তর্জাতিক সমাবেশ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বিশ্বের ১৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশবাদী কর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। সমাবেশের শুরুতে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং টেকসই উন্নয়নের দাবিতে স্লোগান দিতে দিতে একটি র্যালিতে অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইতোমধ্যে মানবসভ্যতা, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ওপর গভীর সংকট সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। তারা নীতিনির্ধারক ও সাধারণ জনগণের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক সংহতি ও যৌথ দায়িত্বের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে।
উক্ত জলবায়ু সম্মেলনে জাতীয় কো-আয়োজক হিসেবে যুক্ত ছিল ব্রাইটার্স, সিপিআরডি, কোস্ট ফাউন্ডেশন, সিআরইএসএল, মিশন গ্রীন বাংলাদেশ, ওএবি ফাউন্ডেশন এবং ওয়াটারকিপারস বাংলাদেশ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।