
কতোটা হিংস্র হলে তারা পারে
চালাতে গুলি সে বুকে,
যে বুকে ছিলো আকাশ সমান
স্বপ্ন – দীপ্তি চোখে।
স্বদেশের তরে অকুতোভয় যে
জালিম দলের যম,
ওসমান হাদী গুলি খেয়ে আজ
ফুরিয়ে গিয়েছে দম!
কোটি মানুষের ভালোবাসা আছে
তোমার সাথে হে হাদী,
তুমি হবে এক জান্নাতী পাখি-
আমরা এ আশাবাদী।