
শিখা চিরন্তন
(শহীদ হাদির অমর স্মৃতির প্রতি উৎসর্গকৃত)
হাসান মাহমুদ
আজ লৌহ–লোহান পিচঢালা পথ,
অর্ধনমিত পতাকায় মৃত্যুর শোক;
চিরনিদ্রায় নীরবে তুমি শায়িত—
তোমাকে দিলাম বিদায়, হে বীর।
তোমার বজ্রকণ্ঠ আর বাজবে না,
বিদ্রোহী কবির— “চির উন্নত শির”;
শ্রোতাগণ আজও তবু অধীর,
তোমাকে দিলাম বিদায়, হে বীর।
তোমার শাহাদাত যে আগুন জ্বেলেছে
লক্ষ কোটি ফিনিক্সের ডানায়—
সার্বভৌমত্বের তরে
জ্বলবে সে আগুন— শিখা চিরন্তন।