
“সূর্য উঠে-ডুবে যায়”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
বছর চলে আসে,বছর চলে যায়,
পেটের খিদের মৃত্যু নাই,
রাজা ফুলে ফেঁপে ওঠে মুনাফায়,
প্রজা শুধু বুক চাপড়ায়।
ফসল পরিপূর্ণ মোড়লের গোলায়,
চাষী করে শুধু হায় হায়,
লাভের গুড় সব খাইছে পিঁপড়ায়,
শ্রমের মূল্যের নাই ঠাঁই!
পুলিশ- প্রশাসন পথের পাহারায়,
প্রজার দাবী কাঁদে রাস্তায়।
বালি চোরেরা স্বপ্ন দেখে বাংলায়,
কবে রূপ পাবে সাহারায়,
গরু চোর নামবে উটের ব্যবসায়!
রাজার অষ্টনাম খায় খায়।
কাগজ কুড়ানির বিটি তাই কুড়ায়,
অবৈধ শিশুর খোঁজ পায়,
বাগানবাড়ীর খেলার ফল নর্দমায়,
তারা পথশিশুর ভুমিকায়।
বকলমে রাজারানী ভাইপো বানায়,
খিদে বাহুবলী হ’য়ে জন্মায়,
সূর্য ওঠে ডোবে, পৃথিবীকে ভাবায়,
আবার পরিপূর্ণ নিঃস্বতায়!