
আমার নরম রোদের শহরে একদিন এসো তুমি,
কুয়াশার পলেস্তারা সরিয়ে সরিয়ে আমরা পাশাপাশি হাঁটব।
তোমার পায়ের নকশায় আমার পা,
তোমার হাতের ওমে আমার হাত।
কথারা, গল্পেরা গড়াগড়ি খাবে বাতাসের হিমে,
দুদণ্ড দাঁড়িয়ে দু’জন দেয়ালপত্রিকা পড়ব।
লেবু চায়ের প্লাস্টিকের কাপ হাতে নিয়ে,
আমরা পরস্পরের মুখোমুখি দাঁড়াব।
প্রতি চুমুকে উপভোগ করব আমাদের প্রেম,
খুব যত্ন করে এড়িয়ে যাব বাস্তবতার জটিল বাতাবরণ!
এসো একদিন,
এসো আমার শহরে তুমি।
দুদণ্ড বসব কাছাকাছি,
মায়ার উষ্ণতায় উষ্ণ হবে শীতাতপনিয়ন্ত্রিত সময়।
মনের আগল খুলে বলব কিছু কথা,
শুনব খুব নিবিড় করে একে অপরকে।
কিছু সময়ের জন্য আমরা ভুলে যাব সব,
ভুলে যাব অভিমানের সুদীর্ঘ সূচিপত্র।
ঘুচিয়ে নেব দূরত্ব এবং পারিপার্শ্বিক জড়তা!
প্রিয়সান্নিধ্যের মতো উপভোগ করব সময় ও অনুভূতি,
উপভোগ করব আমাদের পারস্পরিক নৈকট্য।
এসো একদিন আমার শহরে তুমি,
সহস্রাব্দের না-দেখা তুমিকে দু’চোখ ভরে দেখব।
আমার সুদীর্ঘকালের বুভুক্ষু তৃষ্ণাগুলো মিটিয়ে নেব আমি,
মিটিয়ে নেব তোমার নেশাতুর চোখে চেয়ে।
বদলে যাওয়া সময়ের পাটাতনে বিছিয়ে দেব অনুরাগের উষ্ণ শতরঞ্জি,
বিছিয়ে দেব কিছু নতুন বিশ্বাসের সমষ্টি।
অতীত ভুলে পুনরায় নৈকট্য নেব আমরা,
মনভালোর চাদরটা আলতোভাবে জড়িয়ে নেব দু’জন,
প্রশান্তির উষ্ণতায় দুদণ্ড থাকব কাছাকাছি।
এসো একদিন,
এসো একদিন আমার শহরে তুমি।