
স্তব্ধ পৃথিবীর নীরবতা ভাঙে
কবির মৌন ধ্বনি ব্যঞ্জনায়
শব্দের ভাঁজে ভাঁজে কবিতার
শৈল্পিক রূপায়ণ।
কখন যে মনের গহীনে
কবির সহজ-সুলভ মনে
এক উদ্দীপনা ভাঙায় ধ্যান,
নিস্তব্ধতা ছুঁয়ে যায়
উষ্ণতার নীরব এক
মহেন্দ্র আলিঙ্গন।
ধূপছায়া আকাশে
তারার মিলনমেলা,
এক অবর্ণনীয় ছন্দ-সৌন্দর্য
রূপায়িত হয় স্তব্ধ পৃথিবীতে—
জেগে ওঠে কবিমন।।