1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

ভালোবাসি লিখতে কবিতা / কবি – আমির হোসেন 

  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
ভালোবাসি লিখতে কবিতা
কবি – আমির হোসেন
আমি কবি আল মাহমুদও নই, নই রবি ঠাকুর
মাইকেল মধুসূদন দত্তের কথা,
না হয় বাদই যাক!
আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
সে তো অনেক অনেক দূর!
তবুও ভালোবাসি লিখতে হরেক কবিতা
বাংলার কবিতা, নিজের কবিতা, সবার কবিতা
আপামর জনসাধারণের প্রাণ চাঞ্চল্যময় কবিতা
অনন্য অসাধারণ কবিতা,
ভালোবাসি আমি তারে মন প্রাণ দিয়ে।
যা ভালো লাগে তাই তুলে ধরি আমি একাধারে
মনে যা চাই তাই লিখে চলি কলমের আগায়,
ছন্দের ভাষায় ভাষায় কবিতার মাঝে
আর তালে তালে নিমগ্ন চিত্তে,
শুধু কবিতা, শুধু কবিতা আর কবিতার শব্দমালা।
আমি নই কবি জসিম উদ্দিন নই কালিদাস
নই কবি সুকুমার বড়ুয়া নই আহসান হাবীব,
হয়তো হবে না তাদের মত আমার জমানো
কবিতার এক একটি চরণ,
প্রকৃতির রূপের অপার বর্ণনার সৃষ্টি হয়তো
রয়ে যায় অনেক কিছু বাকি!
শামসুর রহমান,নির্মলেন্দু গুন, অসীম সাহা
আরো যে শত শত মহাকালের মহান কবি,
এই সৃষ্টি ধরাকে ভালোবেসে তাঁরা সবাই তবে
লিখেছেন যে অনন্য অসাধারণ সব-ই,
জানি! তা আর আসবে না কখনো আমার কলমে
হবে না ঐ রকম তৃপ্তিমূলক কিছু রচনা
তবুও চেষ্টা করি অবলীলায় নির্দ্বিধায় তা করতে।
সুকুমার রায়, বন্দে আলী, গোলাম মোস্তফা আরো
ফররুখ, কালিদাস রায়ের মত লিখতে কবিতা,
উইলিয়াম সেক্সপিয়ার, ওয়ার্ডস ওয়ার্থ তারা সেরা
আর জন কিটস, হেনরি লং ফিলো প্রমুখের মত
কবি সত্যেন্দ্রনাথ দত্ত, কায়কোবাদ, আলাওলের মত
হবে না যে কখনো আবিষ্কার করা আমার সেই
অপূর্ব অপরূপ সব রূপের মহিমা বর্ণনা।
হৃদয়ে ঝড় তোলে তোলে অস্থির কম্পন
 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মুনীর চৌধুরী, মুজতবা আলীর
সাবলীল যত মনের জমে থাকা ভাষা
রয়েছে ঐ সব কবিতার হৃদয়ের চরণে যেথা।
সুফিয়া কামাল, যশোধরা রায় চৌধুরী, চন্দ্রাবতী প্রমুখ
মহীয়সী নারী ও কবি হিসেবে তালে তাল রেখে তারা
চলেছেন সমতালে কলমের ধারে সেই সমসময়ে,
সাহিত্যের কাব্যের পরতে পরতে বিচরণ
কামিনী রায়, খনা, গৌরী, ধর্মপাল গুনান্নিত সবাই
রচনা করেছেন মনোকাব্য শতশত খাতা।
জানি আমার ভাণ্ডারে হয়তো নেই মগজ তব খানি
ঐ সব যত সামান্য টুকু রচনা শৈলী,
তবুও চেষ্টা করি কিছু তৈরি করতে ভালো এই আমি
মনের মাধুরী মেশানো রং মিলিয়ে সেথায় যেনো!
যা আছে মোর ভাণ্ডারে সৃষ্টি কৌশল কিছু
করে যতন তারে নিয়ে তরে তরে সাজিয়ে তবে
রঙিন যে হয় এক এক ধারার  কবিতা।
সৃষ্টি করি ভালোলাগা ভালোবাসা আশ্বাসের তরে
আর চাওয়া পাওয়া আর কল্পনার গভীরের,
মনের খোরাক, হৃদয়ের কম্পন, নিরাশার আশা
অসময়ের বন্ধু একাকিত্বের অবলম্বন,
আর এভাবেই করি কবিতার সাথে আমি একাকী
অবেলায় অসময়ের দিনগুলো পার।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট