ট্রাজেডি
রেজাউদ্দিন স্টালিন
বৃষ্টির আগে মেয়েটি দৌড়ে বাড়ি ফিরতে চেয়েছিলো
মেয়েটি প্রাণপণ কিন্তু বৃষ্টি অনেক আগে পৌঁছে যায়
বর্ষার কুয়াশা ঢাকা সব সিঁড়ি
বজ্র শাসাচ্ছে-দরোজা জানলাকে
যুদ্ধকালীন সতর্কতা
সব বন্ধ দরোজায় করাঘাত করছে মেয়েটি
অন্ধকারের আবর্তে সাদা
অশ্রু বিন্দু সে
তার চোখের চূড়ায় অবাধ্য মেঘ
সে হামাগুড়ি দিয়ে জানালার কাছে
কিন্তু তাকে বারবার জাপটে ধরে
হিম হাওয়া
বায়ুসেনাদের দীর্ঘ কালোবেষ্টনী থেকে কিভাবে এগুবে
বৃষ্টি কখনো মাকড়সার জাল
কখনো দূর থেকে দেখা সৈকত
বাড়িগুলোর নাসারন্ধ্র দিয়ে বেরুচ্ছে ধোঁয়া
বৃষ্টির রেজর ব্লেড চেঁছে ফেলছে ফেরার আকুতি
দমকা হাওয়ার শ্বাসকষ্ট
জলধারা তৈরি করে নদীর বিভ্রম
স্বরদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রাজেডি
মেয়েটি তলিয়ে যেতে থাকে ধীরে
মহানন্দা যমুনার চৌকাঠে