উতলাকাব্য♦ ।। কতদিন দেখিনি তোমাকে কতদিন শুনিনি কথা
কতদিন চোখে রাখিনি চোখ কতদিন ধরিনি চিবুক
কতদিন স্পর্শ পাইনি গন্ধ পাই নি কতদিন প্রেম ভালোবাসা চাইনি কিন্তু মন ঠিকই আগের মতো তোমার জন্য উতলা।
-হাসনাইন সাজ্জাদী