1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

কোথায় পালাবো বলো?/ শিমুল মুস্তাফা

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

কোথায় পালাবো বলো?
-শিমুল মুস্তাফা

কোথায় পা রাখি বলো
কোন গহন গহীনে?
স্পর্শ করি টা কোথায়?
কোন স্পর্শহীন কোরকে
কোন অন্ধকার তুমিহীন?
কোন অতল জলে
এই সাষ্টাঙ্গ শরীর লুকাবো বলো?
কোথায় পালাবো বলো
কোন অনল অনিলে?
কোন চিতায় পোড়ালে দেহ
কোন জলে
নিজেকে ভাসিয়ে দিলে
তুমিহীন এক রাত
ঘুমোতে পারবো নিশ্চিন্তে?
কোন প্রশ্বাস তুমিহীন?
কোন আরশীর প্রতিবিম্বে
তুমি নেই?
যেখানে যাই না কেনো
যেখানেই থাকি না কেনো
যেখানেই নিজেকে রাখি না কেনো
সব খানেতেই দেখি
গুটি পোকার মতো
গুটি গুটি পায়ে
কুড়ে কুড়ে খাচ্ছো আমাকে
স্মৃতি বড় বেশী প্রতারক
বড় বেশী নিদারুণ
বড় বেশী চৈত্রের দহন
তুমি নেই অথচ
শঙ্খমালা হয়ে
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে
তুমি রয়ে গেলে
ক্বিবতী মমির কঙ্কাল হয়ে
এখন আমি
কোথায় পালাবো বলো
কোথায়?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট